বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১১:১৩
১৫ এপ্রিল ২০২৩ ১১:১৩
বান্দরবান: বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী (৬৯) মারা গেছেন।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পরিস্থিতি খারাপ মনে হলে বাদ জুমা তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় বান্দরবান ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/ইআ