Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউ মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ আহত ২৯

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৩ ১০:৪৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৫:১১

ঢাকা: রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ২৩ সদস্যসহ ২৯ জন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। আগুন নিভাতে গিয়ে ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

অসুস্থ হয়ে পড়া ফায়ার সার্ভিসের সদস্যসহ অনান্যরা হলেন- রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রিফাত (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল(২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জীবন (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫) স্বপন (২৩), আরাফাত (৩২), সবুজ (২০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিউমার্কেট এলাকায় নিউসুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২৩ সদস্যসহ ২৯ জন এ পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।

তিনি আরও জানান, তারা আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।


শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, পৌনে ৬টার দিকে নিউ মার্কেটে আগুন লাগার খবর পান তারা।

সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সংবাদ ব্রিফিংয়ে জানান, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইউজে/ইআ

নিউ মার্কেটে আগুন ফায়ার সার্ভিস কর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর