Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির সাম্প্রদায়িকতার বীজ আওয়ামী লীগ উৎপাটন করবে’

জাবি করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৩ ১৮:০৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ০৯:৫৫

ঢাকা: বিএনএপির নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িকতার বীজ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার অশুভ বীজ উৎপাটন করা হবে। পহেলা বৈশাখের সঙ্গে যাদের সংঘাত তারাই সাস্প্রদায়িকতা বিশ্বাস করে, তাদের প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।

১৪ এপ্রিল (শুক্রবার) বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বাংলা নববর্ষের শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের বলেন, ‘পহেলা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এখনও আছে। যতদিন দেশে আওয়ামী লীগ থাকবে, ততদিন পহেলা বৈশাখও উদযাপন করা হবে। কে পালন করল, করল না তাতে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা পালন করব। আওয়ামী লীগ সরকারের আমলে সারাবাংলায় নবজাগরণ এর ঢেউ জেগেছে।’

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নববর্ষ পহেলা বৈশাখই আমাদের নববর্ষ। জানুয়ারি মাসের ইংরেজি বর্ষ আমাদের নববর্ষ নয়। আমাদের হৃদয়ে, চেতনায়, ঐতিহ্যে, চেতনায় পহেলা বৈশাখ। আমাদের ইতিহাসের ঐতিহ্যের অস্তিত্বের ঠিকানা হচ্ছে পহেলা বৈশাখ। আমাদের চেতনার বাংলাদেশে, ধর্মনিরপেক্ষতা। এ চেতনা অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা। নববর্ষ এবার নতুন বার্তা নিয়ে এসেছে। বাণিজ্যের লাভজনক ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম চলছে, নেত্রী তা রূপ দিচ্ছেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘যাদের আদর্শ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকারকারী। এরা কখনো পহেলা বৈশাখ উদযাপন করে না। এই অপশক্তি সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করব, পরাজিত করব।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাহাউদ্দীন নাছিম, কৃষি মন্ত্রী, বিল্পব বড়ুয়া, সিনিয়র নেতা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি আওয়ামী লীদের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সারাবাংলা/একে

ওবায়দুল কাদের বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর