Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ২৩:৩৮

ঢাকা: ঈদের শপিং করতে যাওয়ার সময় রাজধানীর মৌচাকে প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে এক পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে মৌচাকের ফরচুন মার্কেটের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মাকসুম পারভেজ রাসেল (৪২), তার স্ত্রী সখিনা আক্তার কাজল (৩২), ছেলে নাফিজ পারভেজ আযান (১২) ও মেয়ে জান্নতুল ফেরদৌস এশা (১০)।

বিজ্ঞাপন

দগ্ধ রাসেল জানান, তাদেরর বাসা বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১৬ নম্বর রোডে। সন্ধ্যায় ইফতার শেষে পরিবারসহ নিজেদের প্রাইভেটকারে করে মৌচাক ফরচুন মার্কেটে ঈদের শপিং করতে বের হয় তারা। মৌচাক মোড়ে ফরচুন মার্কেটের বিপরীত পাশে এলে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে নিজাম বলেন, ‘দগ্ধ চারজনের হাত ও মুখ দগ্ধ হয়েছে। অবজারভেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা ভালো আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।’

এদিকে, ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘রাতে মৌচাক মোড়ে একটি প্রাইভেটকারে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে তার আগেই আগুন নিভে যায়। এই ঘটনায় চার জন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মোল্লা জানান, ওই প্রাইভেটকারে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে গাড়িতে থাকা চার জন দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আগুন গ্যাস সিলিন্ডার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর