পুরান ঢাকার নবাবপুরে গুদামে আগুন
১৩ এপ্রিল ২০২৩ ২৩:০৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২৩:৪৪
ঢাকা: পুরান ঢাকার নবাবপুর রোডে একটি গুদামে আগুন লেগেছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে টিনশেড ওই গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে টিনশেডে আগুন লাগার খবর আসে রাত ১০টা ৮মিনিটে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি পৌঁছায়। আগুন নেভাতে এখন ১৪টি ইউনিট সেখানে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে আইএসপিআর জানিয়েছে, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।
এর আগে, গত ৪ এপ্রিল রাজধানীর অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজার আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। এর এক কিলোমিটারের মধ্যে নবাবপুর এলাকা। সেখানে সেচ যন্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের যান্ত্রিক ও বৈদ্যুতিক সরঞ্জামের পাইকারি বাজার রয়েছে।
সারাবাংলা/এসবি/ইউজে/পিটিএম