১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ২২:১৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২৩:১১
১৩ এপ্রিল ২০২৩ ২২:১৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২৩:১১
ঢাকা: দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এদিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাত্র দুই দিনের মাথায় এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে। চলতি গ্রীষ্ম মৌসুমে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি সামান্য কিছু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, গত ১১ এপ্রিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যু উৎপাদন করে এ বছর প্রথম রেকর্ড গড়ে। আর গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছিল।
সারাবাংলা/জেআর/পিটিএম