সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ, দাফন কাল
১৩ এপ্রিল ২০২৩ ২০:৩০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২৩:১১
ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে। শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মার পর গণস্বাস্থ্য কেন্দ্রের মেইন গেইটের বাম পাশে তাকে কবর দেওয়া হবে। এর আগে, সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সারাবাংলাকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৮ টায় বারডেম হাসপাতাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ তার ধানমন্ডির বাসায় নেওয়া হয়। সেখানে এলাকার সর্বস্তরের মানুষ তাদের প্রিয় বড় ভাইকে শেষ বিদায় জানান। ৮ টা ৪৫ মিনিটে সেখানে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে তার দ্বিতীয় জানাজা ঢাকা মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত হয়।’
তিনি আরও বলেন, ‘পরে ডা. জাফরুল্লাহর মরদেহ তার স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রায় ১ ঘণ্টা রাখা হয়। এ সময় চিকিৎসক এবং শিক্ষার্থীরা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল সোয়া ১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ আনা হয়। বেলা ১টা পর্যন্ত মরদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। বেলা ২টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি সৈয়দ এমদাদ উদ্দীন।’
জানাজার আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিক চৌধুরী বলেন, ‘আমার বাবা মারা গেছেন। তার সঙ্গে যদি কারও লেনদেন থাকে, যদি কেউ কিছু পেয়ে থাকেন, তাহলে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু দেশ স্বাধীন হলেও তার যুদ্ধ শেষ হয়নি। তার যুদ্ধ শেষ নিঃশ্বাস পর্যন্ত চলেছে।’
তিনি আরও বলেন, ‘আমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, তার দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করে যাবেন। আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান করতে চেয়েছিলাম। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেছি। তবে তারা সম্মান দেখিয়ে বলেছে, বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন না। তারা শ্রদ্ধা থেকেই এটি জানিয়েছেন। আমাদেরও এখানে কিছু করার নেই। তাই আগামীকাল সাভারে (গণস্বাস্থ্য কেন্দ্রে) জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।’
জানাজার নামাজ শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়। এর পর বিকেল ৪টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চতুর্থ জানাজা শেষে সাভারের উদ্দেশে রওনা দেয় জাফরুল্লাহ চৌধুরীর লাশবাহী গাড়ি। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রে তার মরদেহ পৌঁছায়। শুক্রবার সকাল ১০টায় তার মরদেহে সর্ব সাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করা হবে। এরপর জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে আরেকটি জানাজার পর তাকে দাফন করা হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারে পৌঁছালেও আজ রাতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সারাবাংলা/এসবি/পিটিএম