Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন, স্বামী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ১৮:১৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝগড়ার জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের পর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শারমিন (৩৯) জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় ছিন্নমূলদের গড়ে তোলা বসতি তিন নম্বর সমাজ তালতলা শাখার বাসিন্দা মোহাম্মদ হাসানের (৫৮) স্ত্রী। মুদি দোকানি হাসানের বাড়ি নীলফামারি জেলায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ সারাবাংলাকে বলেন, ‘শারমিন হাসানের দ্বিতীয় স্ত্রী। তিন বছর আগে তাদের বিয়ে হলেও বনিবনা ছিল না। প্রায়ই ঝগড়া হতো। গত (বুধবার) রাত ৯টার দিকে ঝগড়ার জেরে তাদের মধ্যে মারামারি শুরু হয়। হাসান দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। রাত ৩টার দিকে হাসানকে গ্রেফতার করি।’

শারমিনের মা কুলসুম বেগম বাদী হয়ে তার জামাতা হাসানের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ পরিদর্শক আবু সাঈদ জানান।

সারাবাংলা/আরডি/একে

স্ত্রীকে খুন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর