Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের অগ্রগতি ৯৬ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ১৭:১৮

এরপরই দিয়াবাড়ি স্টেশন থেকে এভাবে বেরিয়ে আসে মেট্রোরেলের ছয়টি বগি

ঢাকা: আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল অংশের কাজ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যানুযায়ী এই অংশের কাজ বাকি তিন শতাংশের কিছু বেশি। আগামী কয়েক মাসের মধ্যে এই কাজও শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আশা করছি, এমআরটি লাইন-৬ এর কাজ এ বছরই শেষ করতে পারব। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল’র তথ্যানুযায়ী, দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ১৩ দশমিক ২৬ শতাংশ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৮৮ দশমিক ৯৭ শতাংশ। সব মিলিয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ২৬ শতাংশ।

সংস্থাটি তাদের ওয়েবসাইটে বলেছে, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বৃদ্ধি করায় গত ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এই অংশে ভায়াডাক্ট নির্মাণের জন্য ৪১টি পিয়ার ও ১২৪টি পাইল এবং কমলাপুর মেট্রোরেল স্টেশনের জন্য ৩০টি কলাম ও ৫২টি পাইল নির্মাণ করতে হবে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কমলাপুর মেট্রোরেল স্টেশনের ১৩টি পাইল এবং ভায়াডাক্ট পিয়ারগুলোর মধ্যে চারটি পাইল নির্মাণ সম্পন্ন হয়েছে।

প্যাকেজভিত্তিক বাস্তবায়ন অগ্রগতিতে দেখা গেছে, এমআরটি লাইন-৬ মোট আটটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। কর্মপরিকল্পনা ২০৩০ অনুসরণে ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোলাইন নির্মাণে ব্যয় হবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ দ্রুত এগিয়ে চলছে। মতিঝিল পর্যন্ত প্রায় হয়ে গেছে। কাজ শেষ পর্যায়ে। আমরা আগামী নভেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত উদ্বোধন করতে পারবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে পদ্মাসেতু থেকে ৩১৬ কোটি টাকা আমরা রিটার্ন দিয়েছি। যেটা বাংলাদেশে বিরল ব্যাপার। আমরা এই প্রথম রিটার্ন দিয়েছি। জুন মাসে আমরা দ্বিতীয় কিস্তিতেও সমপরিমাণ অর্থ দেব।’

তিনি বলেন, ‘এছাড়া চলতি অর্থবছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ তেজগাঁও পর্যন্ত শেষ করতে পারব। সে লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। পহেলা বৈশাখে বাঙালি জাতিকে আরও একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে, আগামী জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও শত সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন একদিনে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর নাগাদ ঢাকা শহরের জন্য বিআরটিসির বহরে ১০০ ডাবল ডেকার এসি বাস যুক্ত হবে। এই ইলেকট্রিক বাসগুলো প্রথমে সিটি সার্ভিস হিসেবে চলবে। নভেম্বরের মধ্যেই বাসের প্রথম চালান পাব বলে আশা করছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিআরটিসির ১০০টি ডাবল ডেকারের মধ্যে ৮০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রামে চালু করা হবে। পরে অন্য বিভাগীয় শহরগুলোতেও সিটি সার্ভিস চালু করব। তারপর যাব জেলা পর্যায়ে।’

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কীভাবে হবে, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার। আমাদের দল নির্বাচনে অংশ নেবে। ১৫ এপ্রিল আমাদের মনোনয়ন বোর্ডের বৈঠক আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সেদিন আমরা পাঁচটি সিটি, পাঁচটি পৌরসভা ও একটি উপজেলা নির্বাচনের প্রার্থী মনোনয়ন দেব।’

সারাবাংলা/জেআর/পিটিএম

আগারগাঁও মতিঝিল মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর