মঙ্গল শোভাযাত্রায় চিঠি দিয়ে হুমকি আতঙ্ক সৃষ্টির জন্য: র্যাব
১৩ এপ্রিল ২০২৩ ১৩:৪৫
ঢাকা: মঙ্গল শোভাযাত্রায় হামলার বিষয়ে যে চিরকুট চারুকলা শিক্ষার্থীকে পাঠানো হয়েছে তা আতঙ্ক সৃষ্টি করার জন্য বলছে র্যাব। এটি জঙ্গিদের কোনো থ্রেট নয়— বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে সাংবাদিকদের সাথে আলাপকালে র্যাবের মহাপরিচালক এসব তথ্য জানান। এর আগে, বাংলা নববর্ষের অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘এসব বিষয় গুরুত্ব দিয়ে আমলে নেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে, সিভিল টিম রয়েছে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
যেকোনো এক ‘থার্ড পারসন’ এই চিরকুট পাঠিয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘তাদের উদ্দেশ্য হচ্ছে, একটি প্যানিক তৈরি করা। আর কিছু না। এর সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই।’
সারাবাংলা/ইউজে/এমও