মঙ্গল শোভাযাত্রা নিয়ে দাজ্জাল বাহিনীর হুমকি
১৩ এপ্রিল ২০২৩ ১৩:২০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ১৪:৩৫
ঢাকা: মঙ্গল শোভাযাত্রা বন্ধে চিরকুট কোনো জঙ্গি সংগঠন পাঠায়নি। দুষ্ট ছেলেরা করে থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘হুমকি দিয়েছে দাজ্জাল বাহিনী। এই নামে দেশে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দলও নেই। এটা আমাদের কাছে মনে হয়েছে কোনো দুষ্ট পোলাপান অতিউৎসাহী হয়ে এমন চিরকুট লিখেছে। মঙ্গল শোভাযাত্রা আয়োজকদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের চিন্তার কোনো কারণ নেই। তারপরও এই ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
তিনি বলেন, ‘এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান আনন্দমুখর করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। রমনা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির রবীন্দ্র সরবরসহ যে সকল স্থানে নববর্ষের আয়োজন করা হবে সব খানেই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
‘রমনার বটমূলে প্রবেশ ও বের হওয়ার জন্য ৯টি গেট থাকবে। তারমধ্যে চারটি গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি গেটেই আর্থওয়ে থাকবে। ব্যাগ নিয়ে রমনায় প্রবেশ করা যাবে না। এছাড়া সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান করা যাবে। এরপর প্রবেশ করতে দেওয়া হবে না।’
কমিশনার বলেন, ‘পুলিশ ও বিভিন্ন ইউনিটের পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা থাকবে। যারা নববর্ষ উপভোগ করতে চান তারা নিশ্চিন্তে পালন করতে পারবেন।’
জঙ্গি ছিনতাইয়ের বিষয় জানতে চাইলে কমিশনার বলেন, ‘দুইজন জঙ্গি ছিনতাই হয়েছে। বিনিময়ে ১০ জঙ্গি গ্রেফতার করা হয়েছে। তারপরেও সেই দুইজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করা হবে। সরাসরি জঙ্গি হুমকি নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা বাঙ্গালী বীরের জাতি। দুই একটা বোমা দিয়ে দমন করা যাবে না। ৭১ এ পাকিস্থানি হানাদার বাহিনী ট্যাংক, বন্দুক নিয়ে দমন করতে পারেনি। আর কোথাকার কোন জঙ্গি দু’টা বোমা মেরে দমন করবে এমন ভীতু জাতি না। কোনো শকুন নখ দেখিয়ে ভয় দেখাবে এমন জাতি আমরা না। তারপরও আমরা প্রস্তুত আছি। কেউ কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস দেখাতে পারবে না।’
সারাবাংলা/ইউজে/ইআ