Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ১১:০১

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা কোর্টের সামনে স্টার কাবাব রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান, ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি নাজির আহমেদ খান, দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আছাদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী প্রক্টর মো. আতিয়ার রহমান, ডেপুটি রেজিস্ট্রার অপুর্ব কুমার, ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল আমিন, জবি ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ গঠনে ছাত্রদের এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করতে কাজ করতে হবে। এরজন্য দরকার সবার ঐক্যবদ্ধ থাকা। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানটিতে ছাত্রকল্যাণের সভাপতি ফাহমিদ হাসান রাতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহাতুজ্জামান সঞ্চালনা করেন।

সারাবাংলা/ইউজে/ইআ

ইফতার মাহফিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর