Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের মধ্যে রুচির দুর্ভিক্ষ বিরাজ করছে : নোমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৩ ২২:১৫

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগের মধ্যে এখন রুচির দুর্ভিক্ষ বিরাজ করছে। এজন্য তারা দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, যাত্রাশিল্পী, আমলা, দলছুট রাজনীতিকদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলটির ঘোষিত দশ দফা দাবিতে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মোটরচালক দলের আলোচনা সভায় নোমান এসব কথা বলেন। বুধবার (১২ এপ্রিল) বিকেলে নগরীর সাগরিকা স্কয়ার কমিউনিটি সেন্টারে এ সভা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার জাতীয় সংসদকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতির চেয়ে তাদের কাছে এখন রাষ্ট্রক্ষমতা, দুর্নীতি ও ভোগবিলাস মুখ্য হয়ে গেছে। এজন্য তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে।’

সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এই সরকারের আর কোনো অন্যায়-অত্যাচার আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। যেখানে বাধা আসবে, সেখানে লড়াই হবে এবং এই লড়াইয়ে আমাদের জিততে হবে।’

বিএনপির নেতাকর্মী এবং প্রথম আলোসহ সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর মামলা-হামলা বন্ধের দাবি জানিয়ে নোমান সরকারের উদ্দেশে বলেন, ‘এসব বন্ধ করুন। চলমান আন্দোলন খুব শিগগিরই লাগাতার আন্দোলনে পরিণত হবে। তখন কিন্তু পালানোর পথ পাবেন না।’

বিজ্ঞাপন

নগর জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় নগর বিএনপি’র আহ্বায়ক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মোটরচালক দলের কেন্দ্রীয় সভাপতি সেলিম রেজা বাবু ও সাধারণ সম্পাদক শীপন বকাউল, নগর বিএনপি নেতা শামসুল আলম, আহমেদুল আলম রাসেল, গাজী সিরাজ, হালিশহর থানার সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ নোমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর