Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ দূষণের দায়ে ৫ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৩ ২১:৪১

ঢাকা: বায়ু দূষণের দায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১১টি যানবাহনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে সারাদেশে এসব কার্যক্রম পরিচালিত হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মোহছিনা আকতার বানুর নেতৃত্বে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়ার দ্বারা বায়ুদূষণের জন্য ১১টি গাড়িকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর নেতৃত্বে বরিশালের বানারীপাড়ায় অবৈধ পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটা ভেঙে ফেলা হয়। এবং পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বায়ুদূষণ বিরোধী দেশব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

ইটভাটা পাঁচ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর