Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ বছর পর ৭৫ শতাংশ জমি পেল বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৩ ২০:০৬

নওগাঁ: জেলার আগ্রাদ্বিগুণ সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। এর মধ্য দিয়ে ৭৫ শতক জমি ফেরত পেয়েছে বাংলাদেশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে সীমান্ত জটিলতা নিরসনে নওগাঁর আগ্রাদ্বিগুণ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ভূমি জরিপ সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন। ১৪ বিজিবি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আগ্রাদ্বিগুণ সীমান্তে সীমানা ও ৭৫ শতাংশ একটি জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। স্থানীয়রা জানান, জমিটি বাংলাদেশের ১০০ গজ ভেতরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশিরা চাষাবাদ করে আসছে। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ। দ্বন্দ্ব নিরসনে পতাকা বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে জমিটির বিরোধ নিষ্পত্তি হয়েছে।

সারাবাংলা/পিটিএম

জমি টপ নিউজ বাংলাদেশ সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর