ঈদে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সারা দেশ
১২ এপ্রিল ২০২৩ ১৫:০৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৬:৪১
ঢাকা: আসছে ঈদুল ফিতরে সারা দেশ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ গার্মেন্টস মালিক শ্রমিকদের নেতা ও পরিবহন মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিং বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে চুরি, ডাকাতি, ছিনতাই, মলমপার্টি এবং জালনোট বন্ধে আইন শৃংখলাবাহিনী তৎপর থাকবে। সঙ্গে গোয়েন্দাবাহিনীও কাজ করবে। জাল টাকা বিস্তার রোধে মানি স্কোয়াড থাকবে। কেনাকাটা স্বাচ্ছন্দে করতে শপিং মলে নারী পুলিশ সদস্যসহ আইন শৃঙ্খলাবাহিনী টহলে থাকবেন। বিশেষ রাস্তা ও মোরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ঈদের ছুটিতে কূটনৈতিক পাড়াসহ সকল গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
মন্ত্রী বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃংখলা স্বাভাবিক রাখার পাশাপাশি যানজট নিরসনে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তৈরি পোশাক শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতা যথা সময়ে পরিশোধের বিষয়ে কারখানা মালিকদের আহবান জানানো হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা যথা সময়ে দিতে শ্রম মন্ত্রণালয়ে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়নের ওপরে জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যথা সময়ে শ্রমিকেদর বেতন পরিশোধ করতে হবে। যদি সম্ভব হয় তবে এপ্রিলের বেতন দিয়ে দেবেন। এই মুহূর্তে কোনো কর্মীকে ছাটাই করা যাবে না। শিল্প এলাকায় অস্থিতিশিল পরিস্থিতি যাতে সৃষ্টি করতে না পারে সেসব স্থানে পুলিশ থাকবে। বড় বড় মার্কেটে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকবে। যানজন নিরসনে টার্মিনাল, স্টেশন গুলোতে অস্থায়ী ক্যাম্প করে তা ঠিক রাখবে। কোনো গণপরিবহনে যেন অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে পারে। কোনো গাড়ি হাইওয়েতে আটকানো হবে না। পদ্মা সেতু এলাকায় ফেরী চালু থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের সময় দুর্ঘটনা এড়াতে সব গণপরিবন টার্মিনাল স্টেশন উদ্ধার যন্ত্রপাতি প্রস্তুত থাকবে। মাদক চোরাচালান রোধে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোন সহায়তা দিতে ৯৯৯ সার্ভিসকে আরো সমৃদ্ধ করা হবে। ঈদের তিন দিন আগে মালবাহী ট্রাক নির্মাণ সামগ্রী পরিবহন বন্ধ থাকবে। ঈদের ছুটির সময়ে শিল্পাঞ্চলে ব্যাংক খোলা থাকবে।
ঈদের সময় সারাদেশে যানজট নিরসনে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, মেট্রো পুলিশ তারা বসে সিদ্ধান্ত নেবেন ঈদের আগে সকল রাস্তা যাতে চালু থাকে। খানাখন্দ মেরামত করে দিতে হবে। কোনো অসুবিধা থাকলে তারা চিহ্নিত করবে। এ সময় দুর্ঘটনা সামলে নিতে ডুবুরি, ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। সকল পরিবহনে চাদাবাজি, মাদক চোরাচালন বন্ধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, ঈদের সময় এবার ৯৮ হাজার স্থানে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবেন। যাতে কোনো জনদুর্ভোগ না হয়।
পহেলা বৈশাখ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে আসছে পহেলা বৈশাখ। সে উপলক্ষ্যে দেশে নাশকতার কোনো ঝুঁকি নেই। এ সময় অনেকে অনেক কিছু বলে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে থাকে সে বিষয়ে আমরা তৎপর। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে প্রতিহত করা হবে। সে ব্যবস্থা রাখা হবে।
সারাবাংলা/জেআর/এনইউ