Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শহিদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা কাল

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৩ ১৪:৩০ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৬:৫০

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে বৃহস্পতিবার (১৩ এপ্রিল)।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের জনগণ। একই স্থানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানান হবে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সাভার গণস্বাস্থ্যে শ্রদ্ধা নিবেদন করা হবে। বাদ জুমা সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে ড. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রয়েছে।

এর আগে সোমবার (১০ এপ্রিল) অসুস্থ ডা. জাফরুল্লাহর অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। তিনি কিডনি ফেইলর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানান চিকিৎসকরা।

সারাবাংলা/এসবি/আইই

টপ নিউজ ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর