তীব্র গরমে হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
১২ এপ্রিল ২০২৩ ১১:৪১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১২:০৮
দিনাজপুর: ঋতু পরিবর্তন ও তীব্র গরমে দিনাজপুরের হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত কয়েক দিনের গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। প্রতিদিন বহির্বিভাগে ১০ থেকে ১৫ জন ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন ৭ জনের মতো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ পরিস্থিতিতে ডায়রিয়া রোগীদের নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ২৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন ৭ জনের মতো রোগী ভর্তি হচ্ছেন। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সালমা বলেন, আমার হঠাৎ করে পাতলা পায়খানা হচ্ছে। স্যালাইন খেয়ে কমছে না। তাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। তিন দিন হলো ভর্তি আছি। এখন শরীরের অবস্থা একটু ভালো।
আব্দুর রশিদ নামের আরেকজন বলেন, আমি হাসপাতালে আমার ছেলেকে নিয়ে এসেছি। কয়েকদিন থেকে ওর পাতলা পায়খানা হচ্ছে। কিছুতেই ভালো হচ্ছে না। শেষে ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি করেছি। অতিরিক্ত গরমের কারণে এমনটা হচ্ছে মনে হয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শ্যামল কুমার দাস বলেন, অতিরিক্ত গরমের কারণে হিলিতে কয়েক দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মূলত এই গরমে বাইরের খাবার ও বাসি খাবার খাওয়ার কারণেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। বেশির ভাগ শিশু ও বৃদ্ধ ডায়রিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছি।
তিনি আরও বলেন, ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে অবশ্যই স্যালাইন খেতে হবে। এই তীব্র গরমে বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া বিশুদ্ধ পানি ও মৌসুমি রসালো ফল খেতে হবে।
সারাবাংলা/ইআ