Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়কাটা: চসিকের প্রকৌশলী-কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৩ ১১:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সড়ক নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটায় সিটি করপোরেশনের তিন প্রকৌশলী ও কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর।

পাহাড়ধসে একজনের মৃত্যুর চারদিন পর মঙ্গলবার (১১ এপ্রিল) পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) হাছান আহম্মদ বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) একেএম মহিউদ্দিন সেলিম সারাবাংলাকে জানিয়েছেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৬(খ) ধারায় মামলাটি দায়ের হয়েছে।

মামলার আসামিরা হলেন- সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী-৮ আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, উপ প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র উপ সহকারী পরিচালক (সিভিল) ওয়ালী আহমেদ, প্রকল্পের ঠিকাদার মেসার্স এবি-হক ব্রাদার্সের ওমর ফারুক ও তার মনোনীত প্রতিনিধি স্ত্রী মোসাম্মৎ তাকিয়া বেগম, কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং মোহাম্মদ ইসমাইল নামে স্থানীয় একজন।

একই ঘটনায় আকবর শাহ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছিল।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর আকবর শাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মুজিবুল হক খোকা (৪৫) নামে একজন নিহত ও চারজন আহত হন।

আকবর শাহ কবরস্থানের পেছনে রেলওয়ে হাউজিং সোসাইটির শেষ প্রান্তে পাহাড় কেটে একটি সড়ক তৈরি করছে সিটি করপোরেশন। সড়কের পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণের সময় পাহাড় ধসে পড়ে শ্রমিকদের ওপর।

গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বেলতলীঘোনায় অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় হাতেনাতে একজনকে গ্রেফতার করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। জব্দ করা হয়েছিল পাহাড় কাটায় ব্যবহৃত এক্সাভেটর।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়কাটা বন্ধের নির্দেশ দিলেও সেটা মানেনি চসিক। ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করে চসিক।

বেলতলীঘোনার পাহাড়তলী মৌজায় প্রায় ১১ একর আয়তনের পাহাড়টির মালিক ‘অগ্রণী ব্যংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম ও ইসমাইল পাহাড় কেটে সড়ক নির্মাণ তত্ত্বাবধান করছিলেন।

জহুরুল আলম জসিম (৫৩) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক।

গত ২৬ জানুয়ারি নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় পাহাড় কাটা ও ছড়াখাল দখল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার অভিযোগ আছে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে।

গত বছরের ১০ অক্টোবর লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিম ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পরিবেশ অধিদফতর।

সারাবাংলা/আরডি/ইআ

চসিক কাউন্সিলর পাহাড় কাটা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর