হাসপাতালের ময়লার স্তূপে মিলল নবজাতকের মরদেহ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৩ ২১:৪০
১১ এপ্রিল ২০২৩ ২১:৪০
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর হাসপাতালের নতুন ভবনের সামনে ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগের স্বেচ্ছাসেবীরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে জানতে পারি পলিথিনে মোড়ানো একটি নবজাতক নতুন ভবনের সামনে ময়লার স্তূপে পড়ে আছে। পরে নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পরিপূর্ণ বয়সেই নবজাতক ভূমিষ্ঠ হয়েছে। ময়নাতদন্তের পর ডিএনএ পরীক্ষার জন্য নবজাতকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এনইউ