Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে সামরিক জান্তার হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৩ ১৬:০৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৬:৪৫

মিয়ানমারে সামরিক জান্তার হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) মধ্য মিয়ানমারের সাংগাই এলাকায় জান্তা বিরোধীদের এক অনুষ্ঠানে এ হামলা চালায় সেনাবাহিনী।

অবশ্য বিবিসি বার্মিস ও রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়েছে হামলায় বিদ্রোহী ও বেসামরিকসহ কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন।

জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন সদস্য রয়টার্সকে বলেছেন, তাদের স্থানীয় অফিস খোলার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে গুলি চালায় যুদ্ধবিমান।

নাম প্রকাশ না করেই ওই পিডিএফ সদস্য বলেন, হতাহতের সঠিক সংখ্যা এখনও অজানা। আমরা এখনও মৃতদেহ উদ্ধার করতে পারিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতে করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকেই বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী জান্তাবিরোধী বিদ্রোহ চালিয়ে আসছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর