পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৪ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৩ ১৩:৫৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৫:৫৪
১১ এপ্রিল ২০২৩ ১৩:৫৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৫:৫৪
পাকিস্তানের কোয়েটায় একটি গোয়েন্দা অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (অপারেশন) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জোহাইর মশিন ডন নিউজকে বলেন, কুচলাকে নিরাপত্তা বাহিনীর উপর অতীতে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার জন্য এই অভিযান শুরু করা হয়েছিল। কেন্দ্রীয় প্যারামিলিটারি সংস্থা ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মীদের সঙ্গে মিলে একযোগে অভিযানটি পরিচালিত হয়েছিল।
অপারেশন চলাকালীন আইন প্রয়োগকারী কর্মীরা কুচলাকের একটি বাড়ি ঘিরে ফেলে। এই বাড়ি থেকে সন্ত্রাসীরা কর্মকর্তাদের উপর গুলি চালায়। এতে চার পুলিশ কর্মকর্তা নিহত হন। গুলির জবাবে পুলিশও গুলি চালালে এক সন্ত্রাসী প্রাণ হারায়।
সারাবাংলা/আইই