Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্দিক বাজার ট্রাজেডি: মামলার প্রতিবেদন ২১ মে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৩ ১৩:০৮

ঢাকা: রাজধানীর গুলিস্থানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২১ মে ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

গত ৯ মার্চ সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ভবনের মালিকসহ তিনজনের দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান কারাগারে রয়েছেন

উল্লেখ্য, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জন মারা যান। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি।

সারাবাংলা/এআই/ইআ

সিদ্দিক বাজার ট্রাজেডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর