Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্ত থেকে ৬টি সোনার বার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৩ ১২:৫৮

বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ছয় পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পালিয়েছে পাচারকারী। সোমবার (১০ এপ্রিল) রাতে সোনার এ চালানটি আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল নিশ্চিত করেন। তিনি জানান, বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহলদল সাদিপুর সীমান্তের পোতার পোস্ট এলাকায় গোপন অবস্থান নেয়। কিছু সময় পর একজন ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাকে ডাক দেয়।

বিজ্ঞাপন

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। তবে তার সঙ্গে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ছয়টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৬৯৯ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনার বার যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে হয়েছে বলে জানান আহমেদ হাসান জামিল।

সারাবাংলা/ইআ

সোনার বার উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর