বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কৃষকদের জন্য ৫ পরামর্শ
১০ এপ্রিল ২০২৩ ২২:৩৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১২:২৩
ঢাকা: আগামী আট দিনের জন্য বিশেষ কৃষি পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এ সময় দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এ সময় দেশের বিভিন্ন উপজেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে। তাই ভালো ফলন পেতে কৃষকদের আগামী এক সপ্তাহ বিশেষ কৃষি পরামর্শ মানতে হবে। সোমবার (১০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, বেশ কয়েকটি জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ৮ দিন (১০ থেকে ১৮ এপ্রিল) তা অব্যাহত থাকতে পারে। এ সময়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই। এমতাবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদফতর কিছু পরামর্শগুলো দিয়েছে।
পরামর্শের মধ্যে রয়েছে-
১. তাপপ্রবাহের ক্ষতি থেকে ধান রক্ষার জন্য বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে।
২. ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই ২ থেকে ৩ ইঞ্চি দাঁড়ানো পানি রাখতে হবে।
৩. আম গাছের গোড়ায় পর্যাপ্ত সেচ দিতে হবে। প্রয়োজনে গাছের শাখাপ্রশাখায় পানি স্প্রে করা যেতে পারে।
৪. সবজির জমিতে আগামী এক সপ্তাহে মাটির ধরন বুঝে প্রয়োজন অনুযায়ী ২ থেকে ৩ টি সেচের ব্যবস্থা করতে হবে।
৫. ফল ও সবজির চারাকে তাপপ্রবাহের ক্ষতি থেকে রক্ষার জন্য মালচিং ও সেচ নিশ্চিত করতে হবে।
যে জেলাগুলোর উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাবে সেগুলো হলো- বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজার।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম