ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত
১০ এপ্রিল ২০২৩ ২০:৫৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ২২:১৮
ঝিনাইদহ: সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন সারাবাংলা ডটনেটের জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান। মাদকদ্রব্যবিরোধী অভিযানে উপস্থিত হওয়ায় ওই সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারী কর্মকর্তাদের শাস্তির দাবী জানান।
ভুক্তভোগী ওলিয়ার রহমান বলেন, ‘সোমবার দুপুরে কাদিপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালাচ্ছে এমন খবরে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। সেখানে পৌঁছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্মকর্তাদের কাছে আমি আমার পরিচয় প্রদান করি। আমার পরিচয় পাওয়ার পরই ক্ষেপে যান তারা। তারা আমার মোবাইল কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম, উপ-পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেয়। তবে সেখান থেকে কোনো মাদক জব্দ বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিশ্বাস মফিদুল ইসলাম বলেন, ‘না বুঝে আমার এক সিপাই তার মোবাইলটা নিয়ে নিয়েছিল। পরে আমরা মোবাইলটি ফেরত দিই।’
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, ‘ওই সাংবাদিকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।’
উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ শহরে এমন বিতর্কিত কর্মকাণ্ড করেছিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঝিনাইদহে এক পৌর কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ছিল উপ-পরিদর্শক আলতাফ হোসেনসহ অন্যদের বিরুদ্ধে।
সারাবাংলা/একে