দুবাইয়ে গোল্ডেন ভিসাধারী ৫৪৯ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধানে দুদক
১০ এপ্রিল ২০২৩ ১৬:৫৬
ঢাকা: দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়া ৫৪৯ বাংলাদেশি নাগরিকের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গঠন করা হয়েছে তিন সদস্যের একটি অনুসন্ধান দল।
সোমবার (১০ এপ্রিল) কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
অভিযোগ আছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে-গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে। এ অর্থ পুনর্বিনিয়োগে ফুলে ফেঁপে উঠছে দুবাইয়ের আর্থিক, ভূ-সম্পত্তি, আবাসনসহ বিভিন্ন খাত।
দুদকের কাছে থাকা যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ- সিএডিএস এর সংগৃহীত তথ্য বলছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি জমি-বাড়ি কেনার তথ্য পাওয়া গেছে, কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার। তবে প্রকৃতপক্ষে এ সব সম্পত্তি কিনতে ক্রেতাদের অনেক বেশি ব্যয় করতে হয়েছে বলে মনে করা হচ্ছে।
দুদক মনে করছে, অবৈধভাবে দেশ থেকে অর্থপাচার করে দুবাইয়ে বিনিয়োগ করেছেন এ সব বাংলাদেশি নাগরিক। অনুসন্ধানে দুদক এসব বাংলাদেশি নাগরিক কারা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
সারাবাংলা/এসজে/একে