Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগানে ট্রাক চাপায় নিহত যুবকের পরিচয় সনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৩ ১৪:১০

ঢাকা: রাজধানীর কলাবাগানে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাসনাইন জামান মেহরান (২৪)।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের স্বজনরা মরদেহ সনাক্ত করেন।

মেহরানের চাচাতো ভাই মো. রবিউল ইসলাম বলেন, তাদের বাড়ি খুলনার তেরোখাদা উপজেলার পানতিতা গ্রামে। বাবার নাম হাফেজ মাওলানা আমিরুজ্জামান। মেহরান বাংলামোটর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। এবং চার ভাইয়ের মধ্যে মেহরান সবার বড় ছিলেন।

তিনি আরও বলেন, মেহরান রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাইরে বের হয়। আজ সকালে পুলিশের মাধ্যমে আমরা দুর্ঘটনার সংবাদ পাই।

এর আগে, রোববার দিবাগত রাত ১টার দিকে কলাবাগান বসুন্ধরা কমপ্লেক্স এর বিপরীত পাশে সামারাই কনভেনশন সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। এবং ঘটনাস্থলেই মেহরান মারা যান।

কলবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। এ সময় বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

সারাবাংলা/এসএসআর/ইআ

ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর