Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৩ ১৩:৩৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর পরই পালিয়েছে ছোট ভাই। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান (২৭) ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান (২৭), রোমান (২৪) ও জামান (১৮)। টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। এক ঘরে বাবা-মা ও পাশের আরেকটি ঘরে একই খাটে তিনভাই ঘুমাতেন।

প্রতিদিনের মতো রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোটভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যায়। এ সময় বড় ভাই রায়হানের গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় ছোট ভাই জামানের। পরে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘রাতেই ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই রায়হান খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোমানকে আটক করে মামলার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/ইআ

গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর