‘সংসদীয় কমিটির কাছে মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’
১০ এপ্রিল ২০২৩ ১৩:৩৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৫:১০
ঢাকা: সংসদীয় কমিটির কাছে মন্ত্রণালয়ের জবাবদিহিতা যাতে নিশ্চিত হয় সে ব্যবস্থা করার প্রস্তাব করেছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জি এম কাদের।
সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জি এম কাদের এ প্রস্তাব করেন। চতুর্থ দিনের এ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জি এম কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের পরিবর্তে সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করেছেন। বিরোধী দল থেকেও স্থায়ী কমিটির সভাপতি করেছেন এগুলো ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী বলেছিলেন, বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করা হবে। আমার প্রস্তাব বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করলে ভালো হয়।’
তিনি বলেন, ‘দেখা যায় স্থায়ী কমিটি সুপারিশ করতে পারে। স্থায়ী কমিটি যে সুপারিশ করে মন্ত্রণালয় দেখে না। অনেক সময় যে প্রস্তাবগুলো পাঠানো হয়, মন্ত্রণালয় সেটা একেবারেই দেখে না। কমিটি থেকে প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় দেখতে বাধ্য হবে এ ব্যবস্থা করা যেতে পারে। এটা বিশ্বের অন্যান্য দেশেও আছে। আমাদের দেশেও করা যেতে পারে।’
জি এম কাদের আরও বলেন, ‘আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকারি দল সংসদে সংখ্যাগরিষ্ঠ। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সার্বক্ষণিক বা সরকারের যেকোনো প্রস্তাবের পক্ষে সরকারের সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকে। ফলে সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বাভাবিকভাবেই সরকারি দলের যেকোনো প্রস্তাব সংসদে অনুমতি লাভ করে। সংশোধন, গ্রহণ বা বর্জন সরকারের মর্জির ওপর নির্ভরশীল থাকে। সংসদ কার্যত আইন প্রণয়ণে শুধুমাত্র সরকারকে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু করার জন্য সক্ষম নয়। এজন্য বলতে চাই যে, আমি মনে করছি সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনী হওয়া অত্যন্ত আবশ্যক।’
সারাবাংলা/এএইচএইচ/এমও