Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে আকাশ পথের টিকিট যেন সোনার হরিণ

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৩ ১০:৫১ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১০:৫৫

ঢাকা: ঈদ যাত্রায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই নাড়ির টানে গ্রামে যান। বাস, লঞ্চ, ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে আকাশ পথেও বিমানের টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠেছে। ঈদের আগের ৫ দিন এবং পরের ৭ দিনের টিকিট ইতোমধ্যে ৯০ শতাংশ বুকড। ফলে ঈদে আকাশ পথে বিমানের টিকিট যেন রীতিমত সোনার হরিণ।

রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, এয়ারঅ্যাস্ট্রা এবং নভোএয়ারের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

বিজ্ঞাপন

জানা যায়, রমজানের শুরু থেকেই ঈদে ঘরমুখো যাত্রীরা তাদের আগাম টিকিট অনলাইনে বুকিং দিতে শুরু করেন। ইতোমধ্যে দেশের অভ্যন্তরীণ সব রুটের আকাশ পথের স্বল্পমূল্যের বিমানের টিকিট শেষ। এখন নামমাত্র যেসব বিমানের টিকিট রয়েছে সেগুলো সব উচ্চমূল্যের। ঈদে ঘরমুখো অনেক যাত্রী বলছেন, বরাবরেই মতই এবারও বেশি দামে আকাশপথের টিকিট কিনতে হচ্ছে।

শুধু তাই নয়, বর্তমানে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ারঅ্যাস্ট্রা। অভ্যন্তরীণ রুটগুলো হচ্ছে, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট ও ঢাকা-বরিশাল। এসব অভ্যন্তরীণ রুটের মধ্যে কক্সবাজার ছাড়া অন্য রুটের ভাড়া সর্বনিম্ন ২৯৯৯ টাকা থেকে ৯ হাজার টাকা পর্যন্ত। তবে স্বল্পমূল্যের বিমানের টিকিট ইতোমধ্যে শেষ হওয়ায় এখন যে ১০ শতাংশ বিমানের টিকিট রয়েছে, সেগুলো ৮-৯ হাজার টাকায় কিনতে হচ্ছে যাত্রীদের।

ঢাকা থেকে যশোর রুটের ভাড়া সাধারণ সময়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার। কিন্তু এখন ৬ হাজার টাকার বেশি দিয়ে কিনেছেন রাসেল হোসেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি টিকিট ঈদের ২ দিন আগের, সেটা কিনতে হয়েছে ৬ হাজার টাকার বেশি দিয়ে। যেহেতু বিমানে যাতায়াত করি সুতরাং বেশি দিয়ে কেনা ছাড়া তো কোনো উপায় নেই।’ গত ৩-৪ বছর ধরে ঈদ এলেই বিমানের টিকিটের দাম দ্বিগুণ হয়ে যায়। এটা দেখার কেউ নেই বলেও হতাশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কেন তাদের বিমানের ভাড়া দ্বিগুণ হয়েছে সেটা জানা যায়নি।

তবে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ উল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিমানের সিট যত বুকিং হতে থাকবে, ততই বিমানের ভাড়া বাড়বে। এটাই নিয়ম এবং বিশ্বজুড়ে এই নিয়মেই বিমান চলে। আমরা ঈদ উপলক্ষে কোনো অতিরিক্ত ফ্লাইট এখনও ঠিক করিনি। তবে সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এখন প্রতিদিন সৈয়দপুরে ৫টি, যশোরে ৫টি এবং রাজশাহীতে ২টি ফ্লাইট যাচ্ছে। ঈদে এই রুটগুলোতে আমাদের যাত্রী বেশি। আমাদের ঈদের আগের টিকিট ৩ হাজার থেকে ৮-৯ হাজারে বিক্রি হচ্ছে।’

৩ হাজারের টিকিট কেন ৮-৯ হাজার টাকা দিয়ে যাত্রীদের কিনতে হবে এই প্রশ্নে তিনি আরও বলেন, ‘আমরা কেন বিক্রি করবো, সেই হিসাব সবাইকে দিতে আমরা বাধ্য নয়।’

যাত্রীদের সঙ্গে তাহলে কি প্রতারণা করা হচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসন না থাকলে বিমানের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। যাদের ভালো লাগবে তারা বিমানে যাবে। ঈদের আগে টিকিটের দাম আরও বাড়বে। গতকাল যে দাম ছিলো আজ আরও দাম বেশি। এখন থেকে ক্রমশ দাম বাড়বে।’

যদিও এয়ারঅ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ সারাবাংলাকে বলেন, ‘আমাদের টিকিটের দাম আগের মতোই রাখা হয়েছে। আমরা এখন ৩টি রুটে ফ্লাইট অপারেশন করছি (চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট)। আমাদের ভাড়া সর্বনিম্ন ২৯৯৯ টাকা। একটু কম বেশি হতে পারে তবে আকাশচুম্বি হওয়ার সম্ভাবনা নেই। আমরা ঈদ উপলক্ষে অতিরিক্ত কোন ফ্লাইট অপারেশন করবো না। ঈদের আগের ৫দিন এবং পরের ৭ দিনের আনুমানিক ১০ শতাংশ টিকিট থাকতে পারে। যা আছে সেটাও হয়তো আগামী ১-২ দিনে আর থাকবে না।’

এদিকে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা (মহাব্যবস্থাপক) তাহেরা খন্দকার বলেন, ‘ঈদের আগের টিকিট আমাদের বিক্রি প্রায় শেষ। তবে এখনও অতিরিক্ত ফ্লাইট অভ্যন্তরীণ রুটে দেওয়া হবে কিনা সেই বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। আর আমাদের আগের ভাড়াই রাখা হয়েছে। বিমানের ভাড়া বাড়েনি।’

সারাবাংলা/এসজে/এমও

আকাশ পথ ঈদ ঈদ উপলক্ষ সোনার হরিণ