Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগানে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৩ ১০:১৬

ঢাকা: রাজধানীর কলাবাগানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক মারা গেছেন। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৩ বছর।

রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা কমপ্লেক্সের বিপরীত পাশের সামারাই কনভেনশন সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক।

কলবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এসময় বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকটি জব্দ ও এর চালককেও আটক করা হয়েছে। মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

কলাবাগান টপ নিউজ ট্রাকচাপা মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর