Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে : নওফেল

সারাবাংলা ডেস্ক
৯ এপ্রিল ২০২৩ ২০:২৩

চট্টগ্রাম ব্যুরো : দেশে মহলবিশেষের কৃত্রিম সংকট তৈরির ফাঁদে পা না দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘একটি মহল দেশে অরাজকতা, বিশৃঙ্খলা ও কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। তারা ছলে-বলে, কৌশলে দেশের বিদ্যমান পরিস্থিতি ঘোলাটে করতে চায়। শ্রমিক শ্রেণির প্রতি অনুরোধ, আপনারা কোনো বিভ্রান্তির চোরাবালিতে পা দেবেন না। মালিক-শ্রমিক বিরোধের ইস্যু যেন তৈরি না হয় এবং উৎপাদনের চাকা যেন সচল থাকে।’

বিজ্ঞাপন

রোববার (৯ এপ্রিল) ‍দুপুরে নগরীতে শ্রমিকদের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেন। নগরীর দারুল ফজল মার্কেটে মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদে উদ্যোগে এ অনুষ্ঠান হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘রমজান মাসেও যারা নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি করেছে, তারা ভালো মানুষ নয়। প্রধানমন্ত্রী টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ভর্তুকি দিয়ে ভোগ্যপণ্য দিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা যখন দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তখন বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিতে ব্যস্ত। তারা সুযোগ খুঁজছে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায়।’

‘দেশ ও জাতির কোনো দুর্যোগে বিএনপির নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায় না। সু্যোগ পেলে তারা আবার দাঙ্গা-হাঙ্গামা, আগুন সন্ত্রাস করার চেষ্টা করবে। বিএনপি-জামায়াত আবার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করলে ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

শ্রমিক নেতা আবুল হোসেন আবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএন্ডটি সিবিএ’র ছাবের আহমদ, শহিদুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুল লতিফ, রেল শ্রমিক লীগের অরুন চন্দ্র, সাইমন হোসেন ভোর, দর্জি শ্রমিক লীগের জামাল উদ্দীন লিটন, মো. ফরিদ, পুরাতন কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কামাল উদ্দীন বাদল, খাতুনগঞ্জ লোডিং আনলোডিং সমিতির সভাপতি মো. ইব্রাহিম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের মো. জাফর, নাসির উদ্দীন, চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির শাহজাহান ভূঁইয়া, বন্দর শ্রমিক লীগের মাহবুবুর রহমান লিংকন, হোটেল রেস্টুরেস্ট শ্রমিক ইউনিয়নের মো. ফারুক, মো. মিজান, রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজগর, রেল শ্রমিক লীগের রকিবুল আলম সাজ্জী, রাজেস বড়ুয়া।

বিজ্ঞাপন

এদিকে নগরীর পাঠানটুলী এবং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডেও দরিদ্রদের মাঝে ইফতার-সেহেরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ নওফেল শিক্ষা উপমন্ত্রী সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর