Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ সময়ে এসে সরকার হিংস্র হয়ে উঠেছে: সালাম

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৩ ২০:০৪

ঢাকা: শেষ সময়ে উঠে সরকার হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

রোববার (৯ এপ্রিল) কদমতলী লাল মসজিদ প্রাঙ্গণে থানা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, ‘সরকার তাদের পতন আসন্ন দেখে মরিয়া হয়ে উঠেছে। দীর্ঘ ১৫ বছর দেশের জনগণের প্রতি এ সরকার অনেক অবিচার করেছে। শেষ সময়ে এসে তারা হিংস্র হয়ে উঠেছে। কিন্তু কোনো কিছুতেই লাভ হবে না, বিদায় তাদের নিতেই হবে। জনগণ শপথ করে রাজপথে নেমেছে। সরকারের পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরে যাবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু দেশের গণতান্ত্রিক অধিকার নয়, মানুষের সকল অধিকার কুক্ষিগত করে রেখেছে। হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই সরকার ভিন্নমত একেবারেই সহ্য করতে পারে না। তাদের অতীত শাসনামলে যেমন বিরোধীমতকে দমন করার জন্য খুন-গুম করেছিল, বর্তমানেও তাই করছে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষ জেগে উঠেছে। আপনাদের সব অপকর্ম ও লুটপাটের কথা বাংলাদেশসহ বিশ্ববাসী অবগত। ভালো চাইলে জনগণের কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নতুবা পরে পালানোর পথ পাবেন না।’

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আসুন আমরা সকল দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।’

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘তারেক রহমান যখনই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেবেন এই সরকার বানের পানির মতো ভেসে বঙ্গোপসাগরে পতিত হবে। এদেশে আওয়ামী লীগকে সার্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রস্তুত ঢাকাবাসীকে নিয়ে চূড়ান্ত আন্দোলনের জন্য। আমরাই রাজপথ দখলে নেব।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহবায়ক তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, স্থানীয় কাউন্সিলর মীর হোসেন মিরু, জুম্মন মিয়া, মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

আব্দুস সালাম সরকার হিংস্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর