শান্তি আলোচনার জন্য ইয়েমেন পৌঁছেছে সৌদি প্রতিনিধিদল
৯ এপ্রিল ২০২৩ ১৮:৩৮
চলমান ইয়েমেন যুদ্ধে ইতি টানতে চাইছে সৌদি আরব। স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করেছে রিয়াদ। শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে ওমান।
রোববার (৯ এপ্রিল) সৌদি আরব ও ইয়েমেনের প্রতিনিধিদল ইয়েমেনের সানা শহরে পৌঁছেছেন। তারা হুতিদের সর্বোচ্চ রাজনৈতিক ফোরামের নেতা মাহদি আল-মাশাতের নেতৃত্বাধীন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। হুতিদের দ্বারা পরিচালিত সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের একটি সূত্রের বরাত দিয়ে সাবার প্রতিবেদনে বলা হয়, মাহদি আল-মাশাত ও হুতি প্রতিনিধিরা ইয়েমেনে সকল হামলা-অবরোধ প্রত্যাহার, আগ্রাসনের অবসান, ইয়েমেনের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও তেল-গ্যাস রাজস্ব থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য আলোচনা করবেন।
শান্তি চুক্তির প্রস্তুতি হিসেবে শনিবার ১৩ জন হুতি বন্দীকে মুক্তি দিয়েছে সৌদি আরব। এর আগে অবশ্য হুতিরা এক সৌদি নাগরিককে মুক্তি দেয়।
উল্লেখ্য, ২০১১ সালে কথিত আরব বসন্তে ইয়েমেনের দীর্ঘদিনের শাসক আলি আব্দুল্লাহ সালেহকে তার উপ-রাষ্ট্রপতি আবদুর রহমান মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হয়। তবে প্রেসিডেন্ট হাদি ইয়েমেনে অর্থনৈতিক দুর্বলতা, জঙ্গি তৎপরতা, দুর্নীতিসহ নানামুখী সংকটে পড়েন। দুর্বল সরকারের সুযোগ নিয়ে দেশটিতে তখন জায়েদি শিয়া বিদ্রোহীদের হুতি আন্দোলনের কর্মীরা দেশ দখল শুরু করে। হুতিদের আক্রমণে প্রেসিডেন্ট হাদি পদচ্যুত হন। হাদিকে ফের ক্ষমতায় বসাতে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। হুতি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান।
এবার চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের দীর্ঘদিনের বৈরি সম্পর্ক উন্নতি হওয়ার আভাস মিলছে। এর প্রভাবও পড়ছে সৌদি-ইয়েমেন যুদ্ধে।
যদিও এর আগে কয়েকবার হুতিদের শান্তি প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তবে প্রতিবারই হুতি বিদ্রোহীরা তা প্রত্যাখ্যান করে।
সারাবাংলা/আইই