Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে প্রথম দিনই সাক্ষ্য হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৩ ১৪:৫২

ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আল-আমিন হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি।

রোববার (৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান সাক্ষ্য দিতে আদালতে আসেননি। এ জন্য আদালত আগামী ১৭ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এদিন ক্রিকেটার আল-আমিন আদালতে হাজিরা দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মোখলেছুর রহমান এ তথ্য জানান।

গত ৫ মার্চ একই আদালত আল-আমিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা আল-আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত বছরের ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে।আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

সারাবাংলা/এআই/ইআ

ক্রিকেটার আল আমিন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর