Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে ৫ পরে ৭ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৩ ১৪:৪৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৩ ১৪:৫৫

ফাইল ছবি

ঢাকা: ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

ঈদুল ফিতর উদযাপনে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের উপর গুরাত্বারোপ করেছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। বিআরটিএ প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারেও নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আগামী অক্টোবর- নভেম্বর মাসে ঢাকায় একশটি বৈদ্যুতিক বাস চলবে বলে বলে সভায় জানান মন্ত্রী। পাশাপাশি যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এনআর/আইই

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর