Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় ইসরাইলের আর্টিলারি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৯ এপ্রিল ২০২৩ ১২:৫৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৩ ১৫:৩২

সিরিয়ায় আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে একাধিক মিসাইল ইসরাইলে নিক্ষিপ্ত হওয়ার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। যদিও সিরিয়া থেকে ছুঁড়া কোনো মিসাইলে ইসরাইলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশ অভিযানের ফলে উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে সিরিয়া থেকে রকেট আঘাত করে ইসরাইলে। সিরিয়া থেকে ছুঁড়া রকেটের একটি গোলান মালভূমিতে আঘাত হানে। বাকিগুলো এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে।

বিজ্ঞাপন

রোববার (৯ এপ্রিল) ভোরে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার যে এলাকা থেকে রকেট ছুঁড়া হয়েছিল সেই এলাকায় আর্টিলারি হামলা চালানো হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছোঁড়া রকেটের জবাবে এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলি অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা চালানোর পর সিরিয়ায় সামরিক কম্পাউন্ড, রাডার সিস্টেম এবং আর্টিলারি পোস্টগুলো ধ্বংস করা হয়েছে।

ইসরাইল গত তিন দিনে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলেছে। গাঁজা উপত্যকা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধরত ইসরাইলি সেনারা।

সারাবাংলা/আইই

গোলান সিরিয়া-ইসরাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর