‘আমার বাবা ময়েজ উদ্দিনকে যারা হত্যা করেছে তারা এখন বিএনপি নেতা’
৯ এপ্রিল ২০২৩ ১০:৫৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৩ ১৪:৪২
ঢাকা: সাবেক নারী ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘আমার বাবা শহীদ ময়েজউদ্দিন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর যখন আমার বাবা রাজপথে প্রতিবাদ করছিলেন, তখন আমার বাবাকে যারা চাকু মেরে হত্যা করেছিল তারা এখন অনেকেই বিএনপির নেতা।’
রোববার (৯ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন অধিবেশনের সভাপতিত্ব করেন।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘আমার জাতির জনক বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি। তবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কাছ দেখার সুযোগ হয়েছে। তার নির্দেশে কাজ করার সুযোগ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের দারিদ্র দূর করেছেন। আগে ছিল মাছে ভাতে বাঙালি, এখন মাংসে-ভাতে বাঙালি।’
দৈনিক প্রথম আলো পত্রিকাকে ইঙ্গিত করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসে একটি শিশুকে ১০ টাকা দিয়ে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তারা সব সময়ই ষড়যন্ত্রে ব্যস্ত থাকে।’ এসময় মন্ত্রী-এমপিদের যদি বিচার হতে পারে, তা হলে সাংবাদিকদের কেন বিচার হবে না বলেও প্রশ্ন রাখেন তিনি।
সারাবাংলা/এএইচএইচ/এমও