মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৩ ২৩:২৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৩ ২৩:৩৬
৮ এপ্রিল ২০২৩ ২৩:২৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৩ ২৩:৩৬
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়কে ট্রাকচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড় দারোগাহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন সেলিম উদ্দিন (৪০) ও তার ছেলে মিনহাজ (১০)।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহাদাত হোসেন সারাবাংলাকে বলেন, ‘বড় দারোগাহাট বাজারে মহাসড়কে সংস্কার কাজ চলছে। সেখানে এসে চট্টগ্রামমুখী একটি তরমুজ বোঝাই ট্রাকের চাকা গর্তে পড়ে যায়। পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে দুই পথচারীকে চাপা দেয়।’
ঘটনাস্থলে নিহত বাবা ও ছেলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক শাহাদাত জানান।
সারাবাংলা/আরডি/একে