রাজধানীর সড়কে প্রাণ গেল রিকশা চালকের
স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৩ ১১:৪১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৩ ১২:২১
৮ এপ্রিল ২০২৩ ১১:৪১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৩ ১২:২১
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৫০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিবির বাগিচা ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুর ইসলামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার কালিকাপুর গ্রামে। বাবার নাম মৃত আব্দুর রশিদ।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো স্বজন থানায় যোগাযোগ করেনি। কোন যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ