আলোচিত রসিক কাউন্সিলর শিপলু গ্রেফতার
৮ এপ্রিল ২০২৩ ০৯:৪০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৩ ১৩:১২
রংপুর: রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাজহাট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শিপলুর বিনোদপুর রেলগেট এলাকার বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এর আগে, বিকেল ৫টায় তার বাসায় যায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে শত শত মানুষ জড়ো হয়। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর পুলিশি পাহারায় ব্যক্তিগত গাড়িতে করে কোতয়ালি থানায় যান শিপলু।
উত্তেজিত জনতা পর পর দুই বারের নির্বাচিত এই কাউন্সিলরকে নিয়ে যেতে বাধা দেয়। দীর্ঘ ৫ ঘণ্টা তারা পুলিশের পথরোধ করে রাখলেও কাউন্সিলর শিপলু সবাইকে সরে যেতে বলেন। এরপর পুলিশি পাহারায় কোতয়ালি থানায় যান তিনি। এ সময় কোতয়ালি থানার বাইরেও দলীয় নেতাকর্মীসহ অনেকেই অবস্থান নেন।
পুলিশ এ সময় সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা না বললেও বিভিন্ন সূত্রে জানা গেছে, কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে জমি দখলের একটি মামলায় এক বছরের দণ্ডাদেশ রয়েছে আদালতের। এছাড়া আরও তিনটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে একটি প্রতিবেদন প্রকাশের পর ওই টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান, সাবেক শিবির নেতা শাফিউল ইসলাম শাফিসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন শিপলু।
গ্রেফতারি পরোয়ানা থাকার পরও শিপলু কিভাবে আদালতে উপস্থিত হয়ে মামলার আবেদন করেন তা নিয়ে সমালোচনায় পড়তে হয় পুলিশকে। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাত ১০টার দিকে পুলিশ এই কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে বলে জানা গেছে।
এদিকে, গ্রেফতারের পর নিজ জিম্মায় মুক্ত করতে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা থানায় গেলেও পুলিশ তাতে রাজি হয়নি। থানা থেকে বের হয়ে সিটি মেয়র বলেন, ‘থানায় গিয়েছিলাম নিজ জিম্মায় কাউন্সিলর শিপলুকে ছাড়িয়ে আনতে। কিন্তু থানা থেকে বলা হয়েছে যে, আদালতের মাধ্যমেই তাকে ছাড়িয়ে আনতে হবে।’
কাউন্সিলর শিপলুর আইনজীবী এ এস এম মাহমুদুল হক সেলিম বলেন, ‘আইনিভাবে মোকাবিলা করে তাকে জামিনে মুক্ত করে আনা হবে।’
সারাবাংলা/পিটিএম