এবার বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায় আগুন
৮ এপ্রিল ২০২৩ ০৯:১৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৩ ০৯:৪১
ঢাকা: সপ্তাহ যেতে না যেতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা বঙ্গবাজার এলাকায়। এবার আগুন লেগেছিল বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটের পাশের বরিশাল প্লাজায়। তবে প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক সারাবাংলাকে বলেন, ‘সকাল ৮টা ৫ মিনিটে আমরা বঙ্গবাজারেরে বরিশাল প্লাজায় আগুন লাগার খবর পাই। খবর শোনার পর ৮টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট পৌঁছায়। এর পর একে একে ১৪ ইউনিট গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
এর আগে, গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে যায়। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে ফের বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগল। তাৎক্ষণিভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
সারাবাংলা/এসবি/পিটিএম