Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাল্টাপাল্টি কর্মসূচি: খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৩ ২২:৩৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৩ ২২:৪০

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসুচি দেওয়ায় ১৪৪ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (৭ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন।

এতে বলা হয়, ৮ এপ্রিল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে জেলা বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। অন্যদিকে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা একই স্থানে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ করবে বলে জানায়। মাহফিল ও সমাবেশ চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

তাই শরিবার সকার ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে, সকালে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় ইফতার মাহফিলে বাঁধা না দেয়ায় আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। বাধা দিলে সড়ক অবরোধ কর্মসূচি করার হুঁশিয়ারি দেওয়া হয়।

সারাবাংলা/একে

১৪৪ ধারা জারি খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর