Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারসহ দেশের ৬০ লাখ কর্মচারীর বেতন-বোনাস পরিশোধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৩ ২১:২৫

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীদের জরুরি সহায়তাসহ সারাদেশের ৬০ লাখ দোকান কর্মচারীদের ঈদ বোনাস ও বেতন-ভাতা ২৬ জুনের মধ্যে পরিশোধের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানবন্ধন থেকে এ দাবি তুলে ধরেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

বক্তারা বলেন, ‘ঢাকার বঙ্গবাজারের ৫ টি মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে ছাই। এই সমস্ত দোকানে ১৫ হাজার দোকান কর্মচারী কাজ করতেন। অগ্নি দুর্ঘটনার কারণে ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে দিশেহারা। অন্যদিকে ১৫ হাজার দোকান কর্মচারী চাকরিহারা, বেতন ছাড়া, ঈদ বোনাস ছাড়া।’

আমরা ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের জরুরী সহায়তা এবং সারাদেশের ৬০ লাখ দোকান কর্মচারীর ২৫ রমজানের মধ্যে ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবি জানাচ্ছি।

এ ছাড়া সারাদেশের দোকান কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ তিন দফা দাবিও তুলে ধরেন নেতারা।

সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, কামরুল হাসান, হযরত আলী মোল্লা, রফিকুল ইসলাম, মিস মেহজাবীন মিতালী, মো. দিদার হোসন, মিস কুলসুম আক্তার, মিস হ্যাপি আক্তারসহ প্রমুখ

সারাবাংলা/এআই/একে

আগুন টপ নিউজ বঙ্গবাজার শ্রমিক

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর