কক্সবাজারে মিনিট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৩ ১৫:০৭
৭ এপ্রিল ২০২৩ ১৫:০৭
কক্সবাজার: কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, সকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
নিহতদের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনইউ