বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৮
৭ এপ্রিল ২০২৩ ১৪:৪০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৩ ১৬:১৪
বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন।
শুক্রবার (৭এপ্রিল) সকালের দিকে উপজেলার খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তারা হলো- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে আটজনের গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বান্দরবান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, রোয়াংছড়ি খামতাম পাড়া এলাকা থেকে আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের মেরেছে তা জানা যায়নি। মৃতদেহ কোন গ্রুপের তাও বলা যাচ্ছে না।
সারাবাংলা/এনইউ