Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ২৩:০১

নরসিংদী: জেলার মাধবদীতে দেবরের ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইফতারের আগে মাধবদী থানার আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে দেবর-ভাবির মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ ইফতারের আগ মুহূর্তে বাড়িতে কাপড় টাঙানো ও হাঁস-মুরগি নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দেবর জসিম উদ্দিন (৩৫) ভাবি পারুল বেগমকে ছুরিকাঘাত করে। এতে পারুল মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে।

সারাবাংলা/পিটিএম

দেবর ভাবি