Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপ্লব বড়ুয়ার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ২০:৫৭

চট্টগ্রাম ব্যুরো : রমজান উপলক্ষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব, পৌরসভার মেয়র মো. জোবায়ের, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/একে

ইফতার প্রধানমন্ত্রী বিপ্লব বড়ুয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর