Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ১৭:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তরমুজ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (৫ এপ্রিল) রাতে উপজেলা সদরের বিবিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খাজা মিয়ার (৬০) বাড়ি গাইবান্ধা জেলায়। ফটিকছড়িতে পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার সারাবাংলাকে জানান, মঙ্গলবার দুপুরে খাজা মিয়া প্রতিবেশি শিশুটিকে তরমুজ খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে যায়। ধর্ষণের সময় শিশুটি চিৎকার দিলে তার মা ওই বাসায় যায়। তখন খাজা মিয়া পালিয়ে যায়। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির মা ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে বিবিরহাট থেকে খাজা মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

সারাবাংলা/আইসি/পিটিএম

বৃদ্ধ গ্রেফতার শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর